Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। বিভিন্ন ধরনের আয় বর্ধকবৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করা। যেমন এম্ব্রয়ডারী, সেলাই প্রশিক্ষন, ব্লক বাটিক, পাটি, ব্যাগ ইত্যাদি তৈরী।

২। ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তা সহ প্রশিক্ষন প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িতকরন এই কার্যক্রমের আওতায় ভিডব্লিউবি  কার্ডধারী মহিলাদেরকে, ক) দুই বছর মেয়াদে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়। খ) আয় বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষন দেয়া হয়। গ) ভিডব্লিউবি , চক্র শেষে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের ঋন সুবিধার ব্যবস্থা করা হয়।

০৩। দরিদ্র মার জন্য মাও শিশু সহায়তা কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৮০০/= টাকা হারে তিন বৎসর মেয়াদে মাতৃত্ব কালীন ভাতা প্রদানের পাশাপাশি বিভিন্ন সচেতনতা ও আয় বর্ধক প্রশিক্ষন প্রদান করা হয়।

০৪। ক্ষুদ্র ঋন কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্ম কর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্র ঋন প্রদান করা।

০৫। উৎপাদনমূখী ঋন কার্যক্রমের আওতায় দুস্থ, অসহায় মহিলারা

বৃত্তিমূলক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন আত্মকর্মসংস্থানের লক্ষে উৎপাদনমূখী ঋন প্রদান করা হয়।

০৬। মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে থাকে।

০৭। মহিলাদের মাঝে নেতৃত্ব গঠন ও উন্নয়ন কর্মসূচীকে আরও ব্যপৃত করার জন্য মহিলা জনগোষ্ঠীর মধ্যে স্বেচ্ছা সেবী মহিলা সংগঠন সমূহের আবেদনের ভিত্তিতে বছরে একবার ৫০০০/= থেকে ২৫,০০০/= টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়। এ সকল সমিতির আবর্ধক কার্যক্রমের ধরন ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমান নির্ধারন করা হয়। উল্লেখ্য প্রতি বছর প্রতি জেলায় ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০,০০০/= টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়।

০৮। নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম গ্রহন যেমন, জাগরনী পদ যাত্রা, যৌতুক, ও বাল্য বিবাহ পতিরোধ, জন্ম নিবন্ধন ও বিবাহ ন্বিন্ধনে উদ্ভুদ্দ করন, এইচ, আই, ভি, (এইডস) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সহ নারীর অধিকার রক্ষায় CEDAW সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দিবস পালন করা হয়। এছাড়া মহিলা উন্নয়ন সমন্ময় সভা সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রতিবেদন প্রস্তুত ও বিতরন করা। আন্তর্জাতিক বিভিন্ন সভার জন্য চাহিত তথ্যাদি প্রস্তুত ও বিতরন করাহয়।

৯। নির্যাতিত দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে আবেদনের ভিত্তিতে দুঃস্থ অসহায় ও আর্থিক দুর্দশা গ্রস্থ মহিলা ও শিশুদের চিকিৎসা প্রশিক্ষন আয়বর্ধক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন ও মামলা মোকদ্দমা পরিচালনার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়।